এডিস মশার কামরে কি ভাবে মরে মানুষ ডেঙ্গু জ্বর থেকে বাচার কি উপায় ?

বন্ধুরা,
আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে লিখতে বসছি।

আজ আমি জীবন নাসক ডেঙ্গু জ্বর ও এডিস মশা নিয়ে আলোচনা করবো।
Adish mosa

তো শুরু করা যাক, ডেঙ্গু জ্বর কোনো সহজ অসুখ না।
এটির কোনো অষুধ এখনো বের হয় নি, তাই এই জর প্রতিরোধ করতে হলে এই মশা কে আস্রয় দেওয়া যাবে না।

এডিস মসা দেখতে সাদা এবং কাল rong এর মধ্যে হালকা আকারের হয়ে থাকে। যা সকালে এবং সন্ধ্যায় বেশি কামরায়।

এই মশা দিনের আলো ছাড়া কামড়ায় না।

দিনের আলোতে এরা বেশি কামড়ায়।
ডেঙ্গু জ্বরএ অনেক মানুষ মরে গেছে বাংলাদেশের। এটি ভালো না হলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারন চিকিৎসা নাই।
Edish mosha


ডেঙ্গু জ্বর হলে বেশি বেশি পানি এবং পুস্টিকর খাবার খাওয়া উচিত। এতে ভাল হতে পারে।

এডিস মশা যেন বাড়িতে জন্ম নিতে না পাড়ে সে জন্য সঠিক খেয়াল রাখা জরুরি।

অন্যথায় মশার বংসবিস্তার বেড়ে যাবে।

বাড়ির আশে পাশে পানি যেনো জমে না থাকে নজর রাখুন।

আপনার ঘরের চিপা চাপায়, বুতুলের খুসায়, বাদামের খুসায়, গরুর ঘামলায়, এবং ভিবিন্ন পাত্রে পানি জমে থাকলে যেখানে এডিস মশা জন্ম হয়! আর এই গুলা আমাদের কামরাইলে ডেঙ্গু জ্বর হয়।

বাংলাদেশ সহ আরু অনেক দেশে ডেঙু জর এর দেখা মিলেছে।

এই জর থেকে মুক্তি বা ভাল হওয়ার উপায় হলো খাবার নিয়মিত খাওয়া এবং যত্নে থাকা।

দিনের বেলায় চখ মেলে দেখে নিন আশে পাশে মশা আছে কি না, থাকলে মনে করে নিবেন এটাই এডিস মশা যা আপনাকে কামরালে রোগ হতে পারে।

তাই এডিস মশার কামর থেকে বিরত থাকুন।
ধন্যবাদ।