Bangladeshi Trusted AdNetwork Green-Red BKash পেমেন্ট বন্ধ করে দিয়েছে

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে Green-Red AdNetwork এর সম্পর্কে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো।
উপরের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিয়েছি Green-red এর ক্লিক রেট, পেমেন্ট এবং বিস্তারিত!
আমি গ্রিন-রিড এডনেটওয়ার্ক নিজেও ব্যাবহার করে দেখেছি।
তাই আপনাদের লিখে দিচ্ছি।
প্রথমে বলে দিলাম, Green-Red একটি বাংলাদেশি adnetwork সাইট। যেটি এক সময় Bkash payment করতো। এখন এই সাইট শুধু মাত্র Bank চেক এর মাধ্যমেই পেমেন্ট করে থাকে।
Green Red AdNetwork এর ক্লিক রেট এক কথায় প্রকাশ করা যাবে না।
ভিবিন্ন সময় advertisers দের মান অনুযায়ী রেট কম বেশি হয়ে থাকে।

তবে আমি দেখেছি প্রায় সময় ১ ক্লিকে ২ টাকা Revenues হয়। আবার অনেক সময় ১০০ ক্লিক এ ১২ টাকা এরকম কম বেশ হয়ে থাকে।
green-red ad Click rate 2019-2020

তবে এই সাইট ভালো মানের adsense এর বিকল্প হিসেবে বাংলাদেশে এটাই সেরা AdNetwork সাইট।

লক্ষ করলে দেখা যায় SumirBD একটি AdNetwork ব্যাবহার করে থাকে যার তুলনায় Green-red অনেক ভালো।
বাংলাদেশের সেরা একটি সাইট Fusionbd নিজেরা ব্যাবহার করে green-Red AdNetwork সাইট।

গ্রিন-রিড প্রতি মাসের ইনকাম কে আরু ৯০ দিন পরে Finalized payment হিসেবে যোগ করে মিনিমাম ১০০০ টাকা হলে ব্যাংক এর মাধ্যমে টাকা উত্তলন করার আবেদন করা যায়।
My Payment Proof Green-Red ads BD

এই সাইট পেমেন্ট চেক রেডি করতে অনেক সময় নিয়ে থাকে তবে পেমেন্ট করে ১০০% এতে সন্দেহ নেই।
অনেকের মনে প্রস্ন?
যে Green-Red কেমন সাইট Approved করে?
উত্তরঃ- এই সাইট এ Publisher হতে হলে আপনার অবশ্যই পেইড Domain কিনে নিতে হবে।
এছাড়া আপনার সাইট এ প্রচুর কন্টেন্ট থাকতে হবে!
মানে অনেক ভিজিটর না থাকলেও কন্টেন্ট থাকা লাগবে।
৬০০-১২০০ ভিজিটিং সাইটে আমি এপ্রোভ পাইছি।
এবং আমার ইনকাম টা মাসে ৫০ থেকে ৬০০ পর্যন্ত হয়েছিল শুধুমাত্র ৬০০ থেকে ১২০০ ভিজিটিং এ।
 এদের সাপোর্ট খুব ভাল। আপনি কিছু জানতে চাইলে এরা রিপ্লাই দিয়ে থাকে।
এখন ২০১৯ সাল, ২০২০ আসতে বেশি দেরি লাগবে না।
Green-Red Trusted ad network Bangladesh সম্পর্কে এটি আমার নতুন এবং বর্তমান অভিজ্ঞতা।

উপরে আমি আপনাদের দুইটা Screen Short এবং একটা ভিডিও দিছি যা প্রমান করে Green-Red AdNetwork এর বর্তমান ট্রাফিক বিস্তারিত অবস্থা।
আজকের মতো এখানেই শেষ করছি।
(The end of Bangladeshi Trusted AdNetwork Green-Red Info)