পাতলা চুল ঘন করার নিয়ম (চুল পড়া কমে যাবে) গজাবে নতুন চুল

পাতলা চুল ঘন করার নিয়ম (চুল পড়া কমে যাবে) গজাবে নতুন চুল!

বন্ধুরা আমি মিজান!
আজকে আমার মনটা খুব ভালো, কারন Tips লেখার জন্য Google Adsense আমার আগ্রহ বাড়িয়ে দিয়েছে!

আসল কথায় আসি,
আজ একটি পরিক্ষিত Tips  শেয়ার করছি!
টাইটেল দেখে হয়ত বুজে গেছেন কি লিখতে যাচ্ছি...
বাস্তব জিবনে আমাদের অনেকের মাথায় চুল কম আবার অনেকের চুল পাতলা হয়ে যায় পড়ে গিয়ে আর নতুন চুল গজায় না!

বলে রাখা ভাল যে মানুষের মাথা থেকে যদি প্রতিদিন ৫০-৮০ টা চুল পড়ে তাহলে তা সাবাবিক চুল পড়া! কোন ক্ষেত্রে ৫০-১০০ চুল পরা সাবাভিক মনে করা যায়।
তার বেশি চুল পরলে চিকিৎসা দরকার আছে।
প্রতিটি চুলের জিবনকাল ৮-১০ বছর হয়ে থাকে।
এর পর পড়ে গিয়ে নতুন চুল জালায়।
Chul Pora (চুল পড়া পাতলা চুল ঘন) Upay?

কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় নতুন চুল গজাচ্ছে না! তখন চুল পাতলা হয়ে যায়। মাথায় টাক পড়ে যার যার কারনে উত্ত ব্যাক্তি ছেলে হলে বিয়া করতে সমস্যা হয়! মেয়েরা পছন্দ করে না!

মেয়েদের ক্ষেত্রে চুল পড়ে তবে টাক পড়তে দেখা যায় না।
আমি আজকে যেই সমাধান দিবো তা মেয়েদের চুল পড়া ও রুধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
১০০% পরিক্ষিত ঘরুয়া উপায়ে আজকে চুল পড়ার সমাধান দিবো।

Chul Pora Komano (Notun Chul Gojabe)

♥ প্রথমে আপনার মাথার চুল ভাল করে পরিষ্কার করে নিন। সেম্পু অথবা খালি পানি দিয়ে।

♥ এর পর চুল ভাল করে শুকাতে কিছু সময় নিন, অবশ্যই চুলে কোন তেল প্রয়োগ করবেন না।

♥ চুল শুকালে কিছুটা শক্ত হবে, এবার আপনি দুইটা পেয়াজ সংগ্রহ করুন, যে কোনো উপায়ে পেয়াজের রস বের করুন।  সতর্কতা:- পানি এবং ময়লা যেন না লাগে!

♥ পেয়াজের রস চুলের গুরায় মাখুন সেখানে চুল পাতলা বা কম সেখানে ভাল করে মাখুন। চুলের আগায় পেয়াজের রস না লাগালে ভাল হয়। শুধু চুলের গুরায় পেয়াজের রস লাগান।
যে কোন সময় লাগানো যায় তবে ঘুমাতে যাওয়ার আগে কাজ টা করলে ভাল হয়।

♥ ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে এরকম অনেকে বলে থাকে। আসলে এই ফর্মুলা কাজ করতে ১২ ঘন্টা সময় নিতে পারে।
তাই এটি ব্যাবহার করার পর ধুয়ে ফেলবেন না। শুধু মাত্র পরের দিন গোসলের সময় হলেই মাথা ধুয়ে নিবেন।
এবং গুসল শেষ হলে আবার একি নিয়মে ব্যাবহার করবেন।
এভাবে ৩০ দিন ব্যাবহার করলে পাতলা চুল ঘন হতে থাকবে নতুন চুল গজানো বজায় থাকবে।
কারন পেয়াজের কিছু ফর্মুলা রয়েছে, যা রক্তের সাথে চুলের সম্পর্ক ঘটাতে সাহায্য করে।
Patla Cul Gono korar upay (নতুন চুুল)

♥ Chul pora komiye diye notun cul gojanor এই টিপস টি আমি নিজে ব্যাবহার করেছি এবং ভাল ফল পেয়েছি।
তাই এটি আপনি অবশ্যই Try করবেন।
৩০ দিনে ৩০ টা পেয়াজ আপনার খরচ হতে পারে কিন্তু আপনি মাথায় রাখতে পারছেন এমন কিছু চুল যা রক্তের ধারাবাহিক অভাবে ঝরে যাচ্ছে কিন্তু গজাচ্ছে না।
আজকে এই এপর্যন্তই।
লেখা হবে অন্য কোন দিন অন্য কোন উপকারী বাক্যে।