Ki vul Chilo Amar (কি ভুল ছিল আমার) Samz Vai Bangla Song Lyrics download

Ki vul Chilo Amar (কি ভুল ছিলো আমার) Samz Vai Bangla Song Lyrics download
Ki vul Chilo Amar (কি ভুল ছিল আমার) Samz Vai Bangla Song Lyrics download
Song:- Ki Vul Cilo Amr
Singer:- Samz Vai
Lebel:- লিরিক্স Lyric Bangla
Story:- Amar Ki dush chilo tumi bolona amay valobeshe ki dosh korechi tomay...amar ki vul chilo tomi bolo na amay balobeshe ki vul...koreci tomay.

ki vul Chilo Amar (কি ভুল ছিল আমার) Samz Vai Bangla Song Lyrics download

মনে মনটা রেখে তুমার দেখেছি,
কতো সপ্ন সবি যাবে বিফলে,
তুমার অন্ধ ভালোবাসা,
কেন বন্ধ হয়ে গেল....
বুজিনা আসলে নকলে....
তাহলে সবি কি অভিনয়?
নাকি অন্য কোন কারন।
বুজতে পারি না কিছুতে....
আমি বুকার মত তুমায়।
করে ছিলাম বিশসাস!
ভেঙে দিলে এক নিমিশে....
আমার কি দুষ ছিল তুমি।
বলনা আমায়....
ভালবেসে কি দুষ করেছি তুুুুমায়।

আমার কি ভুল ছিল তুমি।
বল না আমায় ভালোববেসে কি দুষ।
কতেছি তুমায়???
সুখে থাকো এখন তুমি।
আমারে ছাড়িয়া, লাভ নাই
এখন আর মায়াটা বাড়াইয়া,
জানি তুমি কখন ফিরবে না আবার।
তবুও থাকিব অপেকখায় তুমার।
আমার কি দুষ ছিল তুমি বলনা
আমায় ভালোবেসে কি দুষ করেছি তুুুমায়।
আমার কি ভুল ছিল তুমি বলনা আমায়
ভালবেসে কি ভুল করেছি তকে।

Note:- গানটি অডিও এবং ভিডিও অথবা Mp3 64kbps 320kbps 128kbps ডাউনলোড করতে উক্ত গানের মালিক এর সাথে যোগাযোগ করুন, কারন এখানে গান শুনে নিজের মত লিখে দেওয়া হয়।অন্যের অডিও গান চুরি করা হয় না.


Close