নতুন বছর কবিতা ২০২০ (Notun Bocor Kobita 2020) শীতের সকালে

নতুন বছর কবিতা ২০২০ (Notun Bocor Kobita 2020) শীতের সকালে 

নতুন বছর কবিতা ২০২০ (Notun Bocor Kobita 2020) শীতের সকালে

২০১৯ বিদায়, নিয়ে শিত আনিবে ২০২০ এটাই
বর্তমান বাংলা দেশ।

কেউ যখন বিদায় নিবে তুমি থেমে থাকবে না।
তুুুুমি নতুুন স্রুতে চলবে কেউ যেনো তুমাকে থামাতে না পারে।

তুমার প্রতিভা যেন নতুন বছরের মতো উজ্জ্বল, নতুনত্ব দিয়ে ঘরে উঠে।
তুমি কাউকে অনুসরণ করতে পার নকল কর না, তার চেয়ে ভিন্নতা খুজে দেখ তুমি তাহার চেয়েও সেরা।

অনেক জ্ঞান দিলাম,,,
আজকের কবিতা একটি শিীতের সকালঃ-
Let's Start:-

♥ আমি হারানো বছর থেকে আসা নতুন সকাল
আমি নতুনত্ব দিয়ে হাটতে চাওয়া বিকাল।
আমি হৃদয় দিয়ে অনুভূতির কাছে থাকা আবেগ
আমি নকল না করতে চাওয়া অনুকরণ প্রিয়দেশের
আমি কষট দেখেছি সোনার তরীতে থাকা মানুষের।
আমি জন্মগত সহজ সরল মাতৃভুমির চরনে বিচরণকারী

আমি দেখেছি তাই প্রতারণা, জালিয়াতি আর আহাজারি।
আমি আর তুমি নগন্য সমস্ত দেশে নিয়মিত পাগলের ন্যায়,
আমি, তুমি একা একা নতুনত্ব খুজা পাছে লোকে করে হ্যয়!
আমি দেখেছি কাব্য শিখে সে Shikkhito তা অন্যের বানী
আমি জেনেছি মহান মানুষ্যের ভুলে যাওয়া ভাষন খানি।
শেষে বলে যাই সে প্রিয় নবি মেনে চলো তার বিদায় ভাষনী

কবিতাটা ভাল লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।