Bhalobashar Love SMS (লাভ SMS) By Mizan

2020 Saler Love SMS (2020 সালের লাভ SMS) ২০২০ ভালবাসার এস এম এস + ইসলামিক মেছেজ by Mizan Khan

মিজান এর লেখায় বাংলা এস এম এস ২০২০ (Mizan Er lekhay Bangla SMS 2020)
2020 Saler Love SMS (2020 সালের লাভ SMS) ২০২০ এস এম এস By Mizan
নতুন এটাও পড়ুনঃ- Bidayi SMS 2020 (বিদায়ী এস এম এস ২০২০) New

আজকে দুইটা লাভ এস এম এস এবং একটা ইসলামিক লিরিক্স ২০২০ দিলামঃ-
লেখকঃ- মিজান খান
প্রকাশঃ- ২০২০ সাল SMS
কেটেগরিঃ- বাংলা কবিতা (Bangla Kobita)

♥ হাটি আমি টিমটিম
♥ ঘুরায় পাড়ে ডিম।
♥ বন্ধু আমার রান্না করে
♥ আমি করি জিম।
♥ ও বন্ধু তুই খাস কি
♥ পান্তা ভাত পাস কি?
♥ পান্তা আমি খাই না।
♥ ছেরার মন পাই না,
♥ একটা যদি পাই
♥ রাতের বেলায় বাড়ি গেলে
♥ সকাল বেলায় নাই।

কাঁদানোর এস এম এস
অবহেলার এস এম এস
বেইমানি এস এম এস
বিরহের এস এম এস
মন ভাঙ্গার এস এম এস
নতুন কষ্টের এস এম এস
ভুলে যাওয়ার এস,এম,এস
কষ্টের এস এম এস 2020
বন্ধুর কষ্টের এস এম এস ২০২০

2020 er Meye Potanor Chorom ekta Mayabi SMS (মেয়ে পটানোর কার্যকরী একটা মেছেজ ২০২০) মেয়ে আপনাকে নিজে থেকে I♥U বলবে।

যেই মেয়ের সাথে আপনার এখনো দেখা হয়নি এরকম মেয়ে পটে যাবে আমি গেরান্টি দিয়ে বলছি (ইংনশাল্লাহ)
মেয়ে পটানো ২০২০ এর সেরা মেছেজ হুক এটা।

♥ কখনো দেখোনি বলে ভরসা করো না,
তাইনা?
♥ আমি তো তুমাকে খুজে বের করিনি!
♥ যখন আমার মনে মায়া হচ্ছে, 
কেমন এলোমেল হয়ে যাচ্ছে সব।

♥ কতো মানুষ আশেপাশে, আমি নিজেকে কি করে তুমার দাবি করবো।
তবুও মনে মনে তুমাকে, 

♥ নিজের ভেবে ভুল করে থাকলে সেটা আমার ভুল।
♥ তাহলে এখানে তুমার চরিত্র কোনটা ???

নতুন এই ইসলামিক গজল এর গান লিরিক অথবা মেছেজ ২০২০ কোথাও মুুুক্তি পায়নি। 

♥ এই আকাশে উড়ছে এক ঝাক রঙিন পাখি,,,
♥ অই বাতাসে ছড়িয়ে দেবো শান্তির  হাদিসে বানি
♥ চেয়ে দেখি দুনিয়া সবার জন্যে না 
♥ জন্ম হলেও মরন। 
♥ বলতে পার তুমি জিবন অনেক দামি 
♥ দাম তো কবরে থাকে না। 
♥ চাইতে পার তুমি থাকবে আমার জমি
♥ চিরকাল কোনোদিন বাঁচবে না।
♥ এসেছি দুনিয়ায় বিধাতার ইশারায় 
♥ চলে যাবো তারই সারায়
♥ কিসের এতো বড়াই দম ফুরালে নাই
♥ বেচে থেকে তবু কেন সার্থ খুজে যাই।
♥ হে রহমান হে রহিম দয়া কর আমাদের,
♥ ক্ষমা যেনো পাই। আমরা ভাই ভাই।  

আজকের SMS গুলা আশা করি, সবার কাছে ভালো লাগবে এবং নতুুুন এস এম এস পেতে সাথে
থেকে, কমেন্ট করে জানান দিয়ে আগ্রহ বাড়িয়ে দিবেন।
ধন্যবাদ।