What is the Corona Virus? (করোনা ভাইরাস কী) 2020 Virus

What is the Corona Virus? How to spread (করোনা ভাইরাস কী - কীভাবে ছড়ায়) Way to live?

What is the Corona Virus? How to spread (করোনা ভাইরাস কী - কীভাবে ছড়ায়)

Today i share a Tips About Corona Virus in English and Bengali font. I hope you may be more carefull about this virus of Corona 2020.
   
In China, the world is suffering from the horrors of the new coronary virus pandemic.  The virus has been infected in the country since last December.  This virus is just as deadly as the serous virus.

 It was first spread from Wuhan, China.  Scientist Leo Pun identified the matter.  He thinks the virus was infected in an animal and has spread to humans.  Is now transmitting from man to man.

 "The virus causes pneumonia-like illness," said Leo Pun, a virologist at Hong Kong University's Public Health School.  But does not respond to any antibiotic.  It is not yet clear how severe the coronary virus will become.

 The Chinese government says at least 3,000 people have been infected with the virus so far.  56 people died.  However, private accounts say the number of victims is even higher.  The outbreak of the Corona virus is also being noticed in China's new cities.

 The World Health Organization has warned that the virus could spread widely.  The company has already given guidance on how to prepare for the virus, how to monitor infected patients and what kind of medical services to provide.  Bangladesh is also on high alert about the new virus.

 What is the Corona Virus? (In English)  

 The Corona virus is a large group of viruses.  That is, there are many types of corona virus.  This type of virus is common in animals.  In rare cases, the virus can be zoonotic in the language of scientists.  That is, it can be transmitted from animal to human.  Seven corona viruses that can infect humans have long been known.  The people that are now infected are the new type of corona virus.  The previously unknown virus is suspected to cause viral pneumonia to pandemics.

 How does the virus spread?

 The mars virus spread from camels.  Scientists blamed the cats for the SARS virus.  The Corona virus will only come into contact with healthy people when it comes in contact with an infected person.  Depending on how infectious the virus is, it can spread through coughs, sneezing or a handshake.  After touching something that the infected person touches, the infection can be caused by touching the face, nose or eyes with that hand.  Even physicians can suffer from the patient's waste.

What is the Corona Virus? How to spread in bangla (করোনা ভাইরাস কী - কীভাবে ছড়ায়)

চীনে নতুন করোনা ভাইরাস মহামারিতে রূপ নেয় কিনা সেই আতঙ্কে ভুগছে বিশ্ব। গত ডিসেম্বর থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশটিতে। এই ভাইরাস সার্স ভাইরাসের মতোই প্রাণঘাতী।

চীনের উহান শহর থেকে এটি প্রথম ছড়িয়ে পড়ে। বিষয়টি শনাক্ত করেন বিজ্ঞানী লিও পুন। তিনি মনে করেন, ভাইরাসটি কোনো প্রাণীতে সংক্রমিত হয়েছিল এবং এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে।

হংকং ইউনিভার্সিটির পাবলিক হেলথ স্কুলের ভাইরোলজিস্ট লিও পুন বলেন, ‘ভাইরাসটি নিউমোনিয়ার মতো অসুস্থতা তৈরি করে। কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দেয় না। তবে করোনা ভাইরাস কতোটা মারাত্মক হয়ে উঠবে তা এখনো পরিষ্কার নয়।’

চীন সরকার বলছে, এখন পর্যন্ত ভাইরাসটিতে অন্তত ৩০০০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৬ জনের। তবে বেসরকারি হিসাব বলছে, আক্রান্তের সংখ্যা আরো বেশি। চীনের নতুন নতুন শহরেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

এই ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া বিভিন্ন দেশ কীভাবে এই ভাইরাস মোকাবেলার প্রস্তুতি নেবে, আক্রান্ত রোগীদের কীভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কী ধরনের চিকিৎসা সেবা প্রদান করবে, সে সম্পর্কে ইতোমধ্যে দিকনির্দেশনাও দিয়েছে সংস্থাটি। নতুন এই ভাইরাসের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশও।

করোনা ভাইরাস কী? মারা যায় কেন? 

করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসে একটি বড় গ্রুপ। অর্থাৎ অনেক ধরনের করোনা ভাইরাস রয়েছে। প্রাণীদের মধ্যে এ ধরনের ভাইরাস কমন। বিরল ক্ষেত্রে এই ভাইরাস বিজ্ঞানীদের ভাষায় জুনোটিক হতে পারে। অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। মানুষকে আক্রান্ত করতে পারে এমন ৬টি করোনা ভাইরাস এতদিন পরিচিত ছিল। এখন যেগুলোতে মানুষ সংক্রমিত হচ্ছে সেগুলো নতুন ধরনের করোনা ভাইরাস। আগে থেকে অপরিচিত এই ভাইরাস ভাইরাল নিউমোনিয়াকে মহামারির দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে ছড়ায় এই ভাইরাস? বাচার উপায় কি?

মার্স ভাইরাস ছড়িয়েছিল উট থেকে। সার্স ভাইরাসের জন্য বিজ্ঞানীরা খাটাশ জাতীয় বিড়ালকে দায়ী করেছেন। করোনা ভাইরাস তখনই সুস্থ মানুষের সংস্পর্শে আসবে যখন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে। ভাইরাসটি কতটা সংক্রামক, তার উপর নির্ভর করে কাশি, হাঁচি বা হ্যান্ডশেকের মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তি ছুঁয়েছে এমন কিছু স্পর্শ করার পর সেই হাত দিয়ে মুখ, নাক বা চোখ স্পর্শ করলে সংক্রমণ হতে পারে। এমনকি রোগীর বর্জ্য থেকে চিকিৎসকরাও আক্রান্ত হতে পারেন।