Cheleder Potanor Upay | ছেলেদের পটানোর উপায় | Bangla Tips 2020

Cheleder Potanor Upay ছেলেদের পটানোর উপায় Bangla Tips 2020

সময়ের সাথে যোগের পরিবর্তন লক্ষ করা যায়। নারী বা মেয়ে পটানোর জন্য সার্চ তালিকায় বেশির ভাগ পুরুষ বা ছেলে রয়েছে। কিন্তু মেয়েদেরও রুচি বা পছন্দ বলে একটা কথা আছে, তারাও পছন্দ করে কোন ছেলেকে যা মুখ ফুটে বলতে পারে না।
কারন মেয়েরা এরকমই কিছুই বলতে পারে না তবে সবই করতে পারে।
Cheleder Potanor Upay ছেলেদের পটানোর উপায় Bangla Tips

Cheleder Potanor Upay | ছেলেদের পটানোর উপায় | Bangla Tips 2020
মেয়েদের জন্য একটা ছেলে পটানো খুব সহজ।
যদি মেয়েটা একটুও সুন্দরী হয় সে চাইলে যে কোন ছেলেকে প্রেমে ফেলতে পারবে। তবে একদম সুন্দরী নয় এরকম মেয়ে কোন সুন্দর ছেলে পছন্দ করবে না।
ছেলেরা বেশির সময় মেয়েদের পটানোর চেষ্টা করে থাকে কিন্তু এমনও ছেলে রয়েছে যারা মেয়েদের সাথে কথা পর্যন্ত বলে না যদিও তাদের অনেক ইচ্ছে থাকে মেয়েদের সাথে কথা বলার। আসলে এরকম ছেলেদের আত্মমর্যাদা বেশি থাকে। কে কি বললো বা বলবে এগুলো ভেবে মেয়েদের সাথে কথা বলে না দুরে থাকে।
কিন্তু এরকম ছেলে সব সময় চায় মেয়েরা তার সাথে যেনো মিশে।

তাই যে কোন মেয়ে এরকম ছেলেদের সহজেই পটাতে পারে।
শুধু একটু সময় দিলেই এরা পটে যায়।
বর্তমান যুগে ছেলেদের পটাতে সব চেয়ে গুপন টিপস হলো প্রযুক্তির ব্যাবহার। যেমন, ফেসবুক, মেছেজ,ইমু ইত্যাদি।
আপনি শুধু তাকে নিয়মিত মেছেজ করে পটিয়ে ফেলতে পারবেন।
ছেলেরা মন থেকে ভালোবাসতে যানে, ছেলে যদি খারাপ জগতে পা বাড়ায় যে কোন মেয়ে তাকে ভালো রাস্তায় আনতে পারে।
ছেলেরা এখানে সত্যিকারের ভালোবাসাকে কখনোই অবহেলা করে না।

তবে যেই সব মেয়ের অতিত বা বর্তমানে খারাপ রেকর্ড থাকে সেই সব মেয়েরা ছেলেদের পটাতে সক্ষম নয়।
যদিও পটিয়ে ফেলে, ছেলেটি তাকে কখনো বিয়ে করবে না।
তাই ভালো মনের ছেলেদের পটাতে মেয়েটিকে হতে হবে ইন্টেক।

অনেক মেয়েরা বুঝতে ভুল করে থাকে, যে ছেলেরা কেমন মেয়েকে পছন্দ করে। বর্তমান মুসলিম বাংলাদেশের প্রায় সব ছেলেরা পছন্দ করে পর্দা করা নামাজি মেয়েকে।

কিন্তু কালের গর্বে ইসলামের নীতি হারিয়ে যাওয়া ফেমিলির, কিছু মেয়ে মনে করে থাকেন, শরীরের গঠন দেখা যায় এরকম পোষাক দেখে ছেলেরা পটে যাবে।
আসলে তা ঠিকই, এরকম দেখলে ছেলেরা হা করে তাখিয়ে থাকে, প্রেমে পড়ে যায়।
কিন্তু সর্বশেষ এটি যন্ত্রণাদায়ক হয়ে থাকে।
এরা দুজনের মধ্যে অশান্তি বিরাজ করে, কারন একজনের অশ্লিনতা দেখে আরেক জন প্রেমে পড়েছিল।

অন্যদিকে একজন পর্দা শীল মেয়ে যে কোন ছেলেকে পটানোর যোগ্যতা রাখে।
এবং তার পর্দা এবং সম্মান দেখে অন্য ছেলেটি তার প্রেমে পড়ে ফলে তাদের পরবর্তী জীবন আনন্দের সাথে কাটে।
কারন একজনের সম্মান দেখে আরেকজন প্রেমে পড়েছিল।

আশা ভালো উদ্দেশ্য নিয়ে ছেলেদের পটানোর জন্য এই প্রথমিক টিপ্স কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।