১৪ ই ফেব্রুয়ারী Valentine Day 2020 – 14 ই ফেব্রুয়ারী Top ভালোবাসার ছন্দ ২০২০, ভালোবাসার খারাপ ছন্দ ভালো বাসা নতুন ছন্দ ২০২০ এর জন্য। Top bangla SMS দিয়ে দিলাম।
Valobasha Dibosh 2020 (ভালোবাসা দিবস ২০২০) Amar Valentine day 2020 By Mizan
ভালোবাসা দিবস এর ছন্দ ২০২০ (হাসির SMS) Bangla Hasir Kobita, SMS Text message 2020
একা আমি পেলাম দেখাPoem Valentine days 2020 in bangla font
সুন্দর একটা তুমি
তুমি ছাড়া শুন্য আমি
হৃদয় মরুভূমি
তুমার জন্য জিবন আমার
হাতে রাখা হিসাব
প্রয়োজনে মিলিয়ে নিবে
ভুলে গেলে মাফ
সিমান্ত ছুয়ে তুমায় খুজি
বুজলে না কি প্রেম,
দিবস আমার তুমিই ছিলে
খোজলে লাগে জ্যাম।
খোজলে না বুজলে না তুমি
দিবস টিবস নাই
ভালোবাসি সারাক্ষণই
তুমায় শুধুই চাই।
সপ্ন আমার অল্প গল্প কিছু সময়হৃদয় আমার হারিয়ে গেছেভালোবাসার মাঝে যে মায়াময়।তুমি আমার খেলার পুতুলমনের মধ্যে অনেক ভুলখুজে বেড়াই সাগরের কুলআমি হয়েছি তুমার জন্য ব্যাকুলরাতের তারায় হাত বাড়াইজোনাক পোকা হাসেকেমন বুকা মন আমার তকে ভালোবাসেচাদের কতো আলো দেখে দেখেঅন্ধকারের ছবি আকেএ কেমন মন আমারভালো বেসে দিবস রাখে।2020 Saler Sera Kobita (২০২০ সালের সেরা কবিতা) ভালোবাসার শয়তান
বন্ধু তুমি আমার কাছে,
ছিলে কতো সময়।
তুমার জন্যই আজ আমি,
১২টা পর্যন্ত ঘুমাই।
আবেগেরই অংশে তুমি,
দিয়েছিলে দাগ।
একলা ঘরে ঘুমাই আমি,
ডাকি কতো নাক।
স্কুলের সময় রাস্তা ঘাটে,
বুকার মতো ছিলাম।
মনে করে সে দিন আমি,
অনেক হেসেছিলাম।
জানি আমি ভালোবাসা,
মিথ্যে পুতুল খেলা।
সেই খেলাতে সময় গেলো,
আমার ঘরে তালা।
বন্ধু তুমার বিয়ে হলো,
আমি ছিলাম কোথায়?
না জানিয়ে করলা বিয়ে,
কাদা ছিল জুতায়।
জানি আমি অন্যের ঘরে,
রাত কাটাও তুমি,
মনে হলে গভির রাতে করি অনেক ভুমি।
আমার সাথে ছিলে তুমি,
অল্প সময় করে,
সারা রাত কেমনে থাকো এখন অন্যের ঘরে।
বিদায় বেলায় দুয়া করি,
তুমার হবে বাচ্ছা!
ডাকবে ওরা মামা আমায়,
হয় যদি তুর ইচ্ছা।
--------মিজান।
Bangla SMS 2020 (বাংলা নতুন এস এম এস ২০২০) Bangla Kobita
জানি তুমি ভালো থাকোBidayi SMS 2020 (বিদায়ী এস এম এস ২০২০) New Islamic Kobita Bengali font
আমাকে ছাড়া
একা একা রাত জেগেছি,
জানে হাজারো তারা!
চাদের পানে তাখিয়ে থাকি
ভালো লাগার দায়।
ভালোবাসা চায় মন দুঃখ শুধু পায়
ভুলে থাকার চেষ্টা আমায়
মনে করে তুমায়
সপ্নে তুমার আশা যাওয়া
যখন আমি ঘুমাই।
ভালো থাকার পথে যা
বাধা হয়ে দাড়ায়
সেটাই ছিল সত্যি কথা
ভালোবাসা হারায়।
হারিয়ে যাওয়া প্রেম আমি খুজে পাবনা
কাছে আইসা ধরা দিবে কতো ভাবোনা।
যাবো না যাবোনা আমি কোথাও যাবো না
রাইসা নামে ছলনা আর তো পাবোনা।
আমার একটা ডায়েরি ছিল
কবিতায় বড়া।
ছোটবেলার অনেক কথাই
ছিল কত ছড়া
দিনে দিনে চলে গেল
আমার ছোটবেলা।
যৌবন এসে কেড়ে নিলো
ভালোবাসার মালা।
ছোট থাকায় অবুঝ ছিলাম
সেটাই ছিল ভালা।
বড় হয়ে মনে প্রানে
আসে কতো জালা।
বিবেগ যখন পাশে থাকে
আমার মনে তালা।
তুমায় যখন ভাবি আমি
শয়তানের খালা।
জিবন মুূল্য জিরো
যখন পরকাল ভাবি
নবি আমার জিবন-মরন
আল্লাহ তা"লা সবই।
--------মিজান
Bhalobasa DiboshNotun SMS 2020 Er (নতুন sms এসো ভালোবাসি ২০২০) in Bangla Font
=================
ভালোবাসার গল্প অনেক
ছোট একটা বাড়ি।
সেই বাড়িতে তুমি আমি
থাকবে একটা গাড়ি।
তুমার নামে ইচ্ছে আমার
হবে তাজমহল।
থাকবে তুমি আমার পাশে
দিয়ে যাাবে বল।
প্রেমের দামে কিনবো তুমার
ছোট ছোট আশা।
দিবস এলে ভাসিয়ে দেবো
আমাাার ভালোবাসা।
কুড়িয়ে তুমি বুকের মাঝে
রেখে দিবে মন।
ভালোবাসি তুমায় আমি।
বলবো সারাক্ষণ।
তুমার বুকে মাথা রেখে
নরম অনুুুভুতি
নিবো আমি দিবো তুমায়
রাতের বেলায় বাতি।
তুমার কাছে আমি হবো
বিয়ে করা সামি।
ব্যস্ত হলেও ভালোবাসা
বুজিয়ে দেবো আমি।
আগের কথা মনে হলে চুপি চুপি হাসি
সত্যি একটা তুমি চাই এসো ভালবাসি।
জৈবন আমার এসে গেলো প্রেম এখন বুঝি
কৈশর বেলার আবেগ গুলো অতিতের পুজি।
সপ্ন আমার ভালোবাসার বুজে শুনে মন
এখন আমার আবেগ নেই বিবেগ সারাক্ষণ।
এই সময়ে তুমি এসে ধরা যদি দাও
ভালোবাসায় ভরে দিবো যতই দুরে যাও।
কাদি না আর আবেগ দিয়ে বিবেগ দিয়ে ভাবি
যতই আঘাত আসুক আমার ভুুলে যাবো সবি।
ছলনা আজ যতই করো আমার যৌবন বেলা
চলে গেলে হেরে যাবে দেখবে না কেউ খেলা।
পুরুষ আমি কান্না মুছি নারীর যতো বিষ
কষ্ট আমার মানায় নারে ভ্রমর দেখে নিস।
ফুলের মধু ফুলেই থাকে উড়ে বেড়ায় ভ্রমর
আঘাত যতই গভির করিস পাবি না আদর।
------------------------মিজান খান
♥Valobasa Dibosh Er SMS Pic 2020♥
ভালোবাসি ভালোবাসি দিবস-টিবস নাই
সারাক্ষণ ভালোবাসি মনে রেখো তাই।
ভালোবাসা কেমন করে করিবো ভাগ
একদিনের ভালোবাসা সারাজীবন থাক।
কোথা থেকে এলো দিবস সেটা কি তুই ভাবিস
এসেছে তা মানুষ থেকেই সেটা মনে রাখিস।
নকল করা ভালোবাসা বাসিনাই তরে
তর জন্য জিবন আমার দিবস এর পরে।
প্রতি মুহূর্তে চেয়েছি চেয়ে যাবো আরু
ভালোবাসার একদিন যে যাই করো।
আমি আছি দুরে চেয়ে আপন জিবন গড়ো
সপ্ন যাবে বাড়ি তুমার নিয়ে আসবে তুমায়
সারাজীবন থাকবে পাশে প্রতিটি সময়।
Valobasa dibosh sms 2020 (Happy Valentine's Day 2020) ভালোবাসা দিবস
♥Bhalobasa Dibosh♥Bhalobasa dibosh sms 2020 (Happy Valentine's Day 2020) ভালোবাসা দিবস ২০২০ Pic Text message
=====================
ভালোবাসার গল্প অনেক
ছোট একটা বাড়ি।
সেই বাড়িতে তুমি আমি
থাকবে একটা গাড়ি।
তুমার নামে ইচ্ছে আমার
হবে তাজমহল।
থাকবে তুমি আমার পাশে
দিয়ে যাাবে বল।
প্রেমের দামে কিনবো তুমার
ছোট ছোট আশা।
দিবস এলে ভাসিয়ে দেবো
আমাাার ভালোবাসা।
কুড়িয়ে তুমি বুকের মাঝে
রেখে দিবে মন।
ভালোবাসি তুমায় আমি।
বলবো সারাক্ষণ।
তুমার বুকে মাথা রেখে
নরম অনুুুভুতি
নিবো আমি দিবো তুমায়
রাতের বেলায় বাতি।
তুমার কাছে আমি হবো
বিয়ে করা সামি।
ব্যস্ত হলেও ভালোবাসা
বুজিয়ে দেবো আমি।