Kuasha by Habib Wahid (Remix) Lyrics | New Version 2020 Song

Kuasha by Habib Wahid (Remix) Lyrics | New Version 2020 Song download 

Kuasha is a new version Remix lyrics song 2020. This song is sung by Habib Wahid. Download Kuyasa by Habib mp3 lyric in Bangla, English.         

Kuasha by Habib Wahid (Remix) Lyrics | New Version 2020 Song   


নীলে নীলে তিলে তিলে
ডুবু ডুবু বিলে ঝিলে
মনে মনে ভাষা
এপারে ওপারে তারে
খুঁজে খুঁজে আহারে দিশেহারা পাশা
সে কি কুয়াশা দুরু দুরু আশা

উড়ুউড়ু ঝড়ে
একা মন উড়ে
সে থাকে ছায়ার ওপারে
লুকোচুরি খেলা
শুধু সারা বেলা
মন কেন চায় তাহারে
সে কি কুয়াশা
দুরু দুরু আশা

চন্দ্রেরই রাতে তাহার ঐ দুহাতে
মুঠো মুঠো আলো রোদ্দুর 
ভেবে ভেবে আমি
থেকে থেকে থামি অধরা সে বহুদূর
সে কি কুয়াশা দুরু দুরু আশা

নীলে নীলে তিলে তিলে 
ডুবু ডুবু বিলে ঝিলে
মনে মনে ভাষা এপারে ওপারে তারে
খুঁজে খুঁজে আহারে দিশেহারা পাশা
সে কি কুয়াশা দুরু দুরু আশা
সে কি কুয়াশা দুরু দুরু আশা
সে কি কুয়াশা দুরু দুরু আশা
Close