ভালোবাসার নতুন কবিতা – সেরা ছন্দ দিয়ে – লিখেছেন মিজান খান

পড়ুন দারুন একটি ভালোবাসার নতুন কবিতা – সেরা ছন্দ দিয়ে – লিখেছেন মিজান খান

দেখে নিন প্রেমের কবিতা টি,
কবিতা ২০২০, লিখেছেন মিজান খান, এটি হলো বাংলা নতুন ভালোবাসার কবিতা।     
ভালোবাসার নতুন কবিতা – সেরা ছন্দ দিয়ে – লিখেছেন মিজান খান
Bhalobashar new Bangla kobita by Mizan  
  






ছুয়ে দেখিনি চাহিয়া কি রুপ তুমার!
তবুও অনুভূতি ডাকিয়া কহিলেন,
স্পর্শ বুঝি কোমল? হৃদয়ের ঘরে কে তুমি?
কি তুমার রহস্য ? বুজিয়া কহিলাম,
কষ্ট বুঝি পুজি? দুরত্ব হলেই খুজি!
আঙুলের রাখিয়ো আঙুল, প্রভাতে
রজনী রাতে হাটবো আমিও প্রিয়..............
--------------------------------মিজান খান 👈

ভালোবাসার কবিতা তো দেখলেই, এবার চলুন ভালোবাসার আগে মানুষের কিছু বাস্তব আক্কেল সম্পর্কে জেনে নেই। ২৫ বছর বয়সের আগে যা জানা অনেকটাই জরুরি।    

২৫ বছর বয়সের আগে কী কী জানা উচিত?

১. তাদের জন্য সময় নষ্ট করবেন না যারা আপনার মূল্য বোঝে না।

২. সোশ্যাল মিডিয়াতে কারো সাথে তর্কে যাবেন না।

৩. আপনি যখন কাউকে কোনো বার্তা বা ইমেইল পাঠান তখন বুঝে শুনে পাঠাবেন। কারণ এটা ভয়ঙ্কর আকারে হানা দিতে পারে যা আপনি কল্পনাও করেন নি।

৪. কখনোই চেষ্টা করবেন না মানুষকে আপনার অনুভূতি বোঝাতে। যে বোঝার সে আপনা থেকেই বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝাতে পারবেন না।

৫. শারীরিক সুস্থতার আগে মনের সুস্থতা দরকার।
৬. আপনার কলিগ শুধু কলিগই। খুব বিরল না হলে, কলিগরা কখনো বন্ধু হয় না।

৭. অনলাইন রিলেশনশিপ— সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। পরীক্ষা করে দেখতে চান? আপনার টাকা লাগবে বলে একটা পোস্ট দিন, দেখবেন কেউই রিপ্লাই দেবে না। এর মধ্যে ব্যতিক্রম থাকে কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না।

৮. যখন আপনি খুব সুখে অথবা দুঃখে থাকেন তখন কারে কী বলছেন এ ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরী। এটা আপনার জন্যে ক্ষতির কারণ হতে পারে।
৯. নিজের আত্ম উন্নয়ন করতে সময় দিন। শিখুন, টাকা রোজগার করুন, সুস্থ থাকুন ইত্যাদি।

১০. নিজেকে ভালবাসুন। কারণ ইনিই একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন।
কীভাবে বিশ্বের উন্নতি হতে পারে বা সরকারের কীভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে দীর্ঘ অনুচ্ছেদ পোস্ট করার প্রয়োজন নেই। কী করা দরকার তা সকলেই জানেন। এর পরিবর্তে, আপনার নিজের সামর্থ্যে ছোট পদক্ষেপ নিন এবং আপনি একটি পরিবর্তন দেখতে পাবেন; কাউকে তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে সহায়তা করুন, মানুষের সাথে হাসিমুখে কথা বলুন, ভাল ব্যবহার করুন, কাউকে রাস্তা পার হতে সহায়তা করুন, মানুষের প্রশংসা করুন। বিশ্বাস করুন, এরকম একটি ছোট কাজ 1000 ঘন্টার Ted-Talk এর চেয়েও বেশি শক্তিশালী।        
-----------Collected

Related Keywords:

  • গভীর ভালোবাসার কবিতা
  • অসম্ভব সুন্দর প্রেমের কবিতা
  • অভিমানী ভালোবাসার কবিতা
  • বউকে ভালোবাসার কবিতা
  • ভালোবাসার কবিতা ২০১৮
  • ভালোবাসার আবেগের কবিতা
  • দুই লাইনের রোমান্টিক কবিতা
  • ভালোবাসার কবিতা রবীন্দ্রনাথ


Thanks all.