মন ভালো করার গান | Mon Valo Korar Gan | Bangla Lyrics

মন ভালো করার গান | Mon Valo Korar Gan | Bangla Lyrics   

Mon Valo korar Gan is very useful for Bangladeshi people. মন ভালো করার গান বাংলাদেশের মানুষদের জন্য খুবই উপকারী। 

নিচে থেকে মন ভাল করার যত গান এর লিরিক্স পড়ে নিন | Read all Bangla Mon Valo korar gan Lyrics in Bangla:-

              
MON VALO NEI BY SHAWON GAANWALA FULL BANGLA SONG LYRICS IN BANGLA][

এক মেঘলা দিনে 
স্বপ্ন দিলাম জড়িয়ে, মেঘের ডানায় ।
আর দমকা হাওয়ায় 
 ভাসিয়ে দিলাম সেই চিঠি, তোর জানালায় । - [ ২ বার 
আকশটাকে ঝাপসা চোখে 
বারবার দিয়েছি ফাঁকি , 
মন ভালো নেই , তোর কারনেই 
এখনো জানতে বাকি । 

তুই কি এবার সরিয়ে আঁধার 
থাকবি আমার পাশাপাশি , 
তুই কি এবার বাড়িয়ে দুহাত 
বলবি আমায় ভালোবাসি । 

অচেনা পথে ঘুরছি তবু 
সারা পথ স্মৃতির ধুলো , 
আর আশার শ্রাবণ  আকড়ে বুকে  
ভেবে যাই একী  হলো,
তোর হাটা পথ , ফেলে রাখা সব
আলো জ্বেলে দেয় স্বপ্ন জোনাকি ।

তবু মন ভালো নেই , তোর কারনেই 
এখনো জানতে বাকি । 

তুই কি এবার সরিয়ে আঁধার 
থাকবি আমার পাশাপাশি , 
তুই কি এবার বাড়িয়ে দুহাত 
বলবি আমায় ভালোবাসি ।

এক মেঘলা দিনে 
স্বপ্ন দিলাম জড়িয়ে, মেঘের ডানায় ।
আর দমকা হাওয়ায় 

ভাসিয়ে দিলাম সেই চিঠি, তোর জানালায়,
তুই কি এবার সরিয়ে আঁধার 
থাকবি আমার পাশাপাশি , 
তুই কি এবার বাড়িয়ে দুহাত 
বলবি আমায় ভালোবাসি ।

MON VALO NEI BY TOPU FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 


মন ভালো নেই, বলনা কিছুতেই
তবু বুঝে নেবে, 
কে আছে...  । 

দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ
সাথী কে হবে?

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়। 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়, 
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়। 

কে বল কে?
দেখাবে পথ তোমাকে, 
যদি যাও হারিয়ে
এ শহরে। - [ ২ বার ] 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময় । 

হাওয়াতে এলো চুল, মুখে এসে পড়ে
যদি না থাকে তা, কে সরাবে? - [ ২ বার ] 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়। 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়, 
সাগর হয়ে আজ
জড়াবো তোমায় । 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময় । 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায় ।

Obak Jole mon valo korar Lyrics In Bengali


ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি,
তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি।
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে,
মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে।
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে,
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

Thanks all.