সুস্বাদু লটকন সম্পর্কে বিস্তারিত জেনে নিন | All About of Lotkon

All about of Lotkon in Narsingdi Bangladesh  

সুস্বাদু লটকন সম্পর্কে বিস্তারিত জানার সাথে সাথে আজকে আমরা দেখবো যে, লটকন দেখতে কেমন

হাই বন্ধুরা, আমি মিজান চলে আসলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে। 

আজকের আলোচনা লটকন এর খুটিনাটি।     

লটকন হলো বাংলাদেশের জনপ্রিয় একটি ফল। বাংলাদেশের নরসিংদী জেলা, শিবপুর উপজেলার 
জয়নগর ইউনিয়নের প্রতিটি গ্রামে সুস্বাদু লটকন ফল পাওয়া যায়। যদিও লটকন এখনো অনেকের কাছেই অপরিচিত রয়ে গেছে।   

আমি এই মুহূর্তে এমন একটি গ্রাম থেকেই লিখছি। এবং যেখানে বসে এই টপিক টি লেখছি, ঠিক সেখানেই আমার মাথার উপরেই লটকন ধরে আছে।   

তবে লটকন গুলো এখনো কাচা, পাকে নাই। তাই আপনাদের কে দেখাতে চাই কাচা লটকন দেখতে কেমন হয়। 


কাচা লটকন দেখতে কেমন
কাচা লটকন দেখতে কেমন

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কাচা লটকন ফল। আর কিছু দিন পরে এই লটকন গুলো পেকে যাবে। তখন খাওয়ার উপযুক্ত হবে। 

লটকন সাধারণত আষাঢ় মাসে সম্পুর্ন রুপে পাকা শুরু করে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত বিক্রি করা যায়। জেনে খুশি হবেন যে, আমার নিজ বাড়ি নরসিংদীর জয়নগর ইউনিয়নই, আমাদের ও রয়েছে লটকন বাগান৷ 

ভালো মানের পাকা মিঠা লটকন আমাদের এলাকায় ৮০ টাকা থেকে ১৫০৳ কেজি ধরে বিক্রি করা হয়ে থাকে। আমার জানা মতে পরে এগুলো বিভিন্ন বিভাগে নিয়ে আরু বেশি দামে বিক্রি হয়। 
লটকন চুষে খাওয়ার জন্য
লটকন চুষে খাওয়ার জন্য   

যারা কম দামে লটকন কিনতে চান, তাদের জন্য বলতে পারি, আপনার জায়গা থেকে সরাসরি ঢাকা হয়ে নরসিংদী বেলানগর হয়ে মরজাল Bus-stand চলে আসুন, মরজাল বাসস্ট্যান্ডে নামতেই দেখবেন, লটকন এর এক বিশাল বাজার। 

যেখান থেকে কম দামে লটকন কিনতে পারবেন। লটকন এর গুনগত মান অনুযায়ী দাম হয়ে থাকে, নিম্নমানের লটকন ৩০ - থেকে ৪০ টাকা কেজি ধরেও পাওয়া যায়। 

আরেকটি বিষয় হলো, কেউ যদি লটকন চারা কিনতে আগ্রহী হয়ে থাকেন। অথবা মনে মনে ভেবে থাকেন লটকন চারা কোথায় পাওয়া যায়। তাহলে জেনে রাখুন, এই একি ঠিকানায় আপনি ভালো মানের কলম দেওয়া  লটকন চারা খুজে পাবেন। 

আরেকটি তথ্য উল্লেখ না করলেই নয়। 
তা হলো, জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামে, একজন শ্রেষ্ঠ লটকন চারা উৎপাদনকারী রয়েছে। 

তার নাম হলো লটকন ব্যবসায়ী মামুন। 
বজলু বিন সুর্যুতালি হাজীর ছেলে, অবশ্য আমার ছোট বেলার বন্ধু, আমরা তাকে ভালোবেসে বেক্কল নামেও ডাকি। 

যাই হুক, আপনি যদি লটকন চারা কিনতে আগ্রহী থাকেন। তাহলে আমার প্রিয় বন্ধু এবং প্রতিবেশির সাথে যোগাযোগ করতে পারেন। 

এই মুহূর্তে তার নাম্বার টা আমার কাছে নেই, যদি কারু ইমারজেন্সি চারা দরকার হয়। তাহলে নিচে থেকে আমাকে মেইল করবেন, নাম্বার পেয়ে যাবেন। 

তাহলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।      
ধন্যবাদ সবাইকে।                            
  
আরু পড়ুন:  

👉 লটকনের চারা কোথায় পাবো | ভালো মানের লটকন চারা কি ভাবে পাবেন দেখুন