Valobasha Dibosh 2023 (ভালোবাসা দিবস ২০২৩) Kobita | SMS
Valobasa dibos er Bangla Kobita in 2023 (SMS) বাংলা নতুন কবিতা ২০২৩ - এস এম এস।
Poem Writer : Mizan Khan
Published: January 2020
Level: Bangla Kobita (SMS)
Bangla Kobita 2022
ভালবাসা দিবন ২০২৩ এর সেরা এস এম এস বা কবিতা, Happy Valentine day 2023 sms for you.
Published: January 2020
Level: Bangla Kobita (SMS)
Bangla Kobita 2022
This is a new bangla kobita, sms or poem for 2023 valentine.
Let's start new poem in bangla font.
আমি দেখেছি সে দিন তুমায়
তুমি তাকালে না দেখে আমায়
ভালোবাসি বলে কর অপমান
আমার ছিল এলাকায় কত সম্মান
আমার ছিলো এলাকায় অনেক সম্মান।
আমি হেটে হেটে চলে গেছি রাস্তায়
তুমি দাড়িয়ে ছিলে একা একা তাই
আমি বলতে পারিনি ভালো বেসেছি
হৃদয়ে ছিল ভয় ফিরে এসেছি
তুমি হেসেছিলে আমাকে অবহেলায়
আমি ভেবেছি তুমাকে সারা বেলায়
তুমি জানোনা কতটা ভালো বাসি
তর জন্যই বার বারে ফিরে আসি
আমি তুমাকে ভেবে পথ হারিয়ে
আজ একলা নদি পথে দাড়িয়ে।
আমি জানিনা পাব কি আর তর দেখা
আমি আজ হয়ে গেছি বড় একা
আমি তুমাকে খুজে আজ না পেয়ে
ভুলে যেতে চাই সব মেয়ে।
বাংলা কবিতা এস এম এস ২০২৩ যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
Read More: Bangla All SMS Kabita
ধন্যবাদ।