মেয়ে পটানোর কবিতা এবং SMS - Meye Potanor Kobita in Bangla

মেয়ে পটানোর কবিতা এবং SMS - Meye Potanor Kobita in Bangla is Very popular in Bangladesh.   


মেয়ে পটানোর কবিতা প্রেম নিবন্ধন লিখেছেন মিজান খান! 
মেয়ে পটানোর কবিতা এবং SMS - Meye Potanor Kobita in Bangla
মেয়ে পটানোর কবিতা এবং SMS - Meye Potanor Kobita in Bangla


মেয়ে পটানোর কবিতা ১ by Mizan Khan:-

পাছে ফিরিয়া দেখো পিছু নিয়েছি!
ফিরে তাকিয়ে দেখো ভাব ধরেছি,
হৃদয়ে তুমার নাম লিখে রেখেছি......
জানতে চেয়েছো তুমি না বলেছি........

মেয়ে পটানোর কবিতা ২ by Mizan Khan:-    

ছুয়ে দেখিনি চাহিয়া কি রুপ তুমার!
তবুও অনুভূতি ডাকিয়া কহিলেন,
স্পর্শ বুঝি কোমল? হৃদয়ের ঘরে কে তুমি?
কি তুমার রহস্য ? বুজিয়া কহিলাম,
কষ্ট বুঝি পুজি? দুরত্ব হলেই খুজি!
আঙুলে রাখিয়ো আঙুল, প্রভাতে
রজনী রাতে হাটবো আমিও প্রিয়..............
--------------------------------মিজান খান  

Meye Potanor Kobita 3 by Mizan khan:-

হরিণী চাহনি হারিয়েছি,
লেখা হবে না আর কাব্য!
দেখা হবে না কোনু দিন,
অপেক্ষায় আজ কষ্ট ভিষণ, 

তুমি নেই, ভালো নেই মন!
আজ  মায়ায় পড়েছি,
অজানা কথা জেনে রাখো,
ভালোবেসেছি হয়তো।

-----------------------Mizan Khan.

মেয়ে পটানোর কবিতা ৪ by Mizan Khan:-

তীর ছুড়ি পাখির গায়ে, লাগে তুমার মাথায়?
বৃস্টি পড়ে ঘরের চালে পানি ব্যাঙের ছাতায়?
নদীর কুলে দাড়িয়ে আমি, হাতে গোলাপ ফুল!
ভেঙে গেলো পায়ের মাটি, তুমি করো ভুল?

ছেলের মতো মন তুমার কাকের মতো চুল!
তুমার মনে ফুটবে নাকো ভালোবাসার ফুল!
হৃদয় আমার ছন্দে বড়া, বলতে লাগে ভয়!
ভালোবাসা কাছের জিনিস দুরে থেকে নয়!

ফাগুন মাসে আগুন জলে, মনের মাঝে পানি,
তুমি হইলা ছেলে বন্ধু এটাই শুধু জানি!
মনের কথা হৃদয় জানে, অন্য সবাই ভুল!
মেয়ে সেঝে ছবি দিও, পড়ো কানের দুল......

হৃদয় আমার সপ্নে বড়া, দেখতে লাগে ভয়!
কেমন হবে, মানুষ যদি কবির মতো হয়?
কবির ভাষা বুঝে না যে, সে হলো কানা!
দেখতে অনেক ভালো লাগে কবুতরের ছানা"

------------------সুলতান মিজান খান।


বন্ধুরা আমি মিজান খান, মেয়ে পটানোর কবিতা এবং SMS - Meye Potanor Kobita in বাংলা, ভালো লাগলে মেইল করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।