Vuter Golpo in Bengali language (ভুতের গল্প বাংলা ভাষায়) নতুন

Bhutar Golpo is a part of Bengali literature.  You can read Bhutar Golpo here.  Today, we have come a long way from reading story books.  Because in this age of the internet we don't have enough time to go to the library and read story books.  However, if we can read this story on the internet, it is very interesting.  So we have brought you a collection of some Bengali stories.  Hope you enjoy the stories in this busy life.  In this post you will find the latest Bangla Horror Story, you can download Bhutar Golpo, Bangla Bhuter Golpo PDF here.

Vuter Golpo in Bengali language (ভুতের গল্প বাংলা ভাষায়) নতুন
vuter golpo in bengali language
  • Voyanok Bhuter Golpo
  • Biswer Sera Bhayankar Bhuter Golpo
  • New bhuter golpo
  • Voyonkor Bhuter Golpo
  • Bhuter golpo in bengali on facebook
  • Bangla vuter Golpo reading
  • Short vuter golpo
  • Bhooter গল্প 


Start Vuter golpo in bengali language:

গল্প টি ১৯৭৩ সালে ঘটেছিল, 
আমার দাদার সাথে। 
আমার দাদা তখন একজন যোবক, সেই সময় গ্রামে লেখাপড়ায় কড়াকড়ি ছিল না, সবাই কাজ করতো। মাছ ধরতো, তাই আমাদের জাতি অবশ্য মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে। যাই হুক, আমার দাদা প্রায় সময় মাছ শিকার করতেন, রাত নেই দিন নেই সব সময়। 

একদিন দাদা একা একা মাছ ধরতে চলে যায়। অই দিন খালে প্রচুর মাছ ছিল। দাদা লোভ সামলাতে পারেনি। ইচ্চে মত মাছ ধরা শুরু করে, অনেক মাছ তাই দাদা ভিশন খুশি। 


একটার পর একটা ঢোলা বড়ে যাচ্ছে মাছে। এতো মাছ আগে কখনোই পায় নি। তো দাদা মাছ গুলো ভর্তি হয়ে গেলে,  একটু টানে নিয়ে রেখে আসে। আবার মাছ ধরা শুরু করে, সে দিন পুর্নিমা রাত, আলোকিত খালে প্রচুর মাছ। 

এভাবে সব গুলা পাত্র সম্পুর্ন হয়ে গেলে দাদা ভাবে বাড়ি চলে যাবে। আজ আমার দাদি ভিষন খুশি হবে, এটা ভেবে টানে উঠে যায়। সেখানে গিয়ে দাদা যখন ঢোলা গুলো তুলে তখন অনুভব করে, পাতলা হয়ে গেছে। দাদা একটু অবাক হয়। সব গুলো পাত্র পাতলা হায় হায়। 

তখন দাদা ভাবে মাছ গুলো হয়তো চুরি হয়ে গেছে। তাই এদিক সেদিক খুজতেই চোখ যায় ছোট্ট একটা আম গাছে, একটু কাছে যেতেই দাদাকে পিছন থেকে ভয়ানক গলায় কেউ বলতেছে, অই আমারে মাছ দে, তখন দাদা পিছনে তাকাতেই দেখে, একটা বুড়ি অনেক শুকনা, বড় বড় দাত!  বড় বড় নখ, দিয়ে দাদার ধরা মাছের কাটা গুলো চেটে চেটে খাচ্ছে। দাদার বুজতে বাকি থাকেনি যে, এগুলো শয়তানের কাজ। 


দাদা সব সময় একটা তালের লাঠি আর একটা রট সাথে রাখতেন,  যখন পেত্নী টা দাদা কাছে আসা শুরু করে দাদা তখন, রট দিয়ে পেত্নির গারে এমন জুরে এক বারি দেয় যে পেত্নির ঘার বেকা হয়ে যায়। 

তখন তালের লাঠি দিয়ে ইচ্চে মত পেটাতে শুরু করলে পেত্নী টা মারা যায়। এর পর সেখানে একটা মরা কাক পাওয়া গেয়েছিল।

দাদা বাড়ি আসার পর অনেজ জর আসে। ৭ দিন পর কিছুটা সুস্থ হয়। 


ধন্যবাদ সবাইকে। 
ভুতের গল্পটা লিখেছেন মিজান খান। 
সম্পুর্ন কাল্পনিক গল্প, নিশ্চয়ই ভুতের সব গল্প কাল্পনিক, আনন্দ দেওয়ার জন্যেই গল্প গুলো লেখা হয়।