Opoman Song lyrics by Sheikh Sadi (অপমান) Bangla Rap

Opoman Song lyrics by Sheikh Sadi (অপমান) Bangla Rap song lyric for you.   

Opoman Lyrics In Bengali

Opoman is bangla rap song.This Song Is Sung By Shiekh Sadi.This Song Lyrics & Tune Created by Shiekh Sadi. Find more information about Opoman by Sheikh sadi full song lyric here. Download Opoman mp3 audio song from any others source.        

Song Info
Song : Opoman
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shiekh Sadi
Chorus Lyrics: Kusum Kumari Das
Music: Alvee Al Berunee
Mix & Master: Alvee Studios
Label : Shiekh Sadi

Opoman Lyrics By Shiekh Sadi

সরকারের নামে,দোষ সব তুলে
কি করেছো কাজ,দেশের মঙ্গলে
পরের দিকে দোষ ছুড়েঁ,হবেনা লাভ
বিবেকটা জাগাও,ধুয়েঁ যাবে পাপ
চায়ের কাপ হাতে নিয়ে
ভাবছো তুৃমি বেশ,দেশটা
আমার ধবংস হলো সব কিছু শেষ
বলে রাখি তোমায় দায়
তুমি আমি সবাই সোনার বাংলা গড়বো
যদি একসাথে আগাই।

যুব সমাজ আজ মাদকে আসক্ত
এই নিয়ে পিতা মাতা খুব বিভ্রান্ত
অসময়ে প্রান হারিয়ে রেখে যায় স্মৃতি
কি করছে আইন আর কি করলো জাতি
সুযোগের অভাবে কিছু শিক্ষীত বেকার
যোগ্যতা খুব একটা ছিল না তোমার
মামা আছে চাচা নেই টাকা ছাড়া কাজে নেই
আর কত কাল দিয়ে যাবে অজুহাত।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে। (4X)

নীতি কথা শুনতে ভালো কারো লাগে না
এই গানে ভিউসার তো খুব একটা হবে না
অসহায়ের হাত ধরে মমতা টোকাই নাহ জনতা..

নাটক বুঝে আবেগ বুঝে নাহ।
নাটক বুঝে আবেগ বুঝে নাহ।

অন্যের এুটি নিয়ে করছো উপহাস
মেয়ের সামনে প্রিয় মা টার লাশ
ফোন হাতে দাড়িয়ে তুমি ভীতূ
কারণ টা তুমি হবে সেই মৃত্যুর
তোমার ও মা আছে ভুলে গেছো তা
কে দিবে বল তার  নিরাপওা
দায় তবে কে এই পরিস্থিতির
ভাইরাল খুজেঁ খুজেঁ তুমি অস্থির,
তুমি অস্থির,তুমি খুব অস্থির।

ছোট ছোট শিশু বলে বড় বড় কথা
মুখে আছে দেশপ্রেম ভেতরটা ফাঁকা
ভালো মন্দের কোনো নাই বাজ বিচার
চোখ থাকতে অন্ধ এই কালচার,
এই কালচার,এই কালচার।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

অপমান লিরিক্স - শেখ সাদি

sorkarer name dosh sob tule
ki korecho kaj desher mongole
porer dike dosh chure hobena lavh
bibekta jagau dhue jabe pap
chyer kap hate niye bhabcho tumi besh
deshta amar dhonsho holo sob kichu sesh.

Thanks all.