The Last Sultan of Dilli | দিল্লির শেষ সুলতান কে ছিলেন

The Last Sultan of Dilli | দিল্লির শেষ সুলতান কে ছিলেন - ইসলামের ইতিহাস  

ইব্রাহীম লোদি ছিলেন দিল্লির সালতানাতের শেষ সুলতান। ইতিহাস সাক্ষ দেয় যে, "ভারত বর্ষে, মুসলিম দিল্লি সালতানাত যুগ টিকে ছিল (১২০৬-১৫২৬ খ্রি.) পর্যন্ত" (Ibrahim Lodi is the last sultan of the Dilli Sultanate).
The Last Sultan of Dilli | দিল্লির শেষ সুলতান কে ছিলেন
The Last Sultan of Dilli | দিল্লির শেষ সুলতান কে ছিলেন

The Last Sultan of Dilli | দিল্লির শেষ সুলতান কে ছিলেন

ইবরাহিম লোদি ছিলো লোদি রাজবংশের শেষ সুলতান। ১৫১৭ সালে তার পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর তিনি সুলতান হন। পানিপথের যুদ্ধে তার পরাজয় ও নিহত হওয়ার ফলে লোদি রাজবংশের সমাপ্তি ঘটে।

জীবনি 

ইবরাহিম লোদি জাতিতে পশতুন ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসেন। তবে শাসনকাজে তিনি দক্ষ ছিলেন না। তার সময় বেশ কিছু বিদ্রোহ সংঘটিত হয়। মেবারের শাসক রানা সংগ্রাম সিং উত্তর প্রদেশের পশ্চিম পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন এবং আগ্রায় হামলার হুমকি সৃষ্টি করেন। এছাড়াও পূর্বাঞ্চলেও বিদ্রোহ সংঘটিত হয়। পুরনো ও জ্যেষ্ঠ কমান্ডারদের স্থলে তার প্রতি অণুগত অপেক্ষাকৃত তরুণদের নিয়োগ করায় ইবরাহিম লোদির প্রতি অভিজাত শ্রেণীও অসন্তুষ্ট ছিল। এসময় তার আফগান অভিজাতরা বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানায়। ১৫২৬ সালে বাবরের মুঘল সেনাবাহিনী ইবরাহিম লোদির বৃহৎ আকারের সেনাবাহিনীকে পানিপথের যুদ্ধে পরাজিত করে। যুদ্ধে ইবরাহিম লোদি নিহত হন।

মাজার বা কবর

পানিপথের তহশিল অফিসের কাছে ইবরাহিম লোদির মাজার অবস্থিত। এর কাছে বু আলি শাহ কালান্দারের দরগাহ রয়েছে। লোদি উদ্যানের শিশ গম্বুজকে অনেকে তার মাজার ভেবে ভুল করে।