বীর ফুল মুভি ডাউনলোড | Bir Full HDrip | Movie by Shakib Khan

বীর (২০২০) ফুল মুভি ডাউনলোড | Bir (2020) Full HDrip Movie watch online by Shakib Khan 

Bir (বীর) is a Bangladeshi political-drama film released in 2020. The story, screenplay, dialogue and direction of the film has been done by Kazi Hayat and co-produced by Shakib Khan and Mohammad Iqbal under the banner of SK Films. The film stars Shakib Khan and Shabnam Bhubali in the lead roles. This is the third film produced by Shakib Khan and the 50th directed by Kazi Hayat. 

বীর ফুল মুভি ডাউনলোড


বীর হলো ২০২০ সালের জনপ্রিয় বাংলা মুভি বা সিনেমা। এটি সাকিব খান এবং বুবলির অভিনয় করা বাংলাদেশি ছায়াছবি। যা মুক্তি পেয়েছিল ১৪ ফেব্রুয়ারী ২০২০ সালে। বীর ফুল মুভি ডাউনলোড | Bir Full HDrip download করার জন্য অনেকেই সার্চ করে থাকেন।
বীর ফুল মুভি ডাউনলোড | Bir Full HDrip Movie by Shakib Khan
বীর ফুল মুভি ডাউনলোড | Bir Full HDrip Movie by Shakib Khan 


Also Check: 

নাকাব | ফুল মুভি ডাউনলোড | Naqaab Full HD Movie Watch


তাই এই মুভিটা ডাউনলোড করার জন্য Mp4moviez অওয়েবসাইট ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে mp4moviez লিখে সার্চ করলেই মুভি ডাউনলোড করার ওয়েবসাইট টি পেয়ে যাবেন। 

অভিনয়

  • শাকিব খান - অন্তু
  • শবনম বুবলি
  • মিশা সওদাগর
  • নাদিম
  • সাদেক বাচ্চু
  • আরিয়ানা জামান
  • শিবা শানু
  • খালেদ
  • জ্যাকি আলমগীর
  • কাবিলা
  • শুভ (শিশু শিল্পী)
  • সুনান (শিশু শিল্পী)
  • শাবান মাহমুদ - অতিথি উপস্থিতি
  • কাজী হায়াৎ - বিশেষ উপস্থিতি

বির ফুল মুভি বাজারজাতকরণ ও মুক্তি

২০১৯ সালের ১২ ডিসেম্বর চলচ্চিত্রটির প্রযোজক ও অভিনেতা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজে বীর চলচ্চিত্রের প্রথম বর্ণন (ফার্স্ট লুক পোস্টার) প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সেন্সর বোর্ড কর্তৃপক্ষ চলচ্চিত্রটিকে বিনাকর্তনে মুক্তির ছাড়পত্র দেয়। ৯ ফেব্রুয়ারি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ করা হয়।

প্রচারণা

২০২০ সালে ১২ ফেব্রুয়ারি বীর মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবের স্যামসন হলে আলোচনা অনুষ্ঠান করে এটির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। আলোচনা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, অভিনেতা ফারুক, আলমগীরসহ চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

মুক্তি

চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সমালোচনা

চলচ্চিত্রটির প্রথম দর্শন (ফার্স্ট লুক) পোস্টার প্রকাশের পর, এটি কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের পোস্টার অনুকরণে তৈরী হয়েছে বলে সমালোচনা হয়। পোস্টারে শাকিব খান নায়ক যশের ভঙ্গিমা নকল করেছে মর্মেও সমালোচনা হয়। তবে শাকিব ও কাজী হায়াৎ পোস্টার ও শাকিবের অবয়বের সাথে কেজিএফ চলচ্চিত্রের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। কাজী হায়াৎ বলেন, "এটি সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। গল্পটা দেশপ্রেমের। এক যুবক কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তা-ই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই।" এসম্পর্কে এটির প্রধান অভিনেতা শাকিব খান বলেন, "দুটি (কেজিএফ চ্যাপ্টার ওয়ান ও বীর) দুই ধরনের ছবি। এই দুই ছবির মধ্যে কোনো মিল নেই। এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি।

আরু অন্যান্যঃ 

ভাইজান এলো রে | ফুল মুভি ডাউনলোড | Bhaijaan Elo Re Bengali HDrip Watching