বানী চিরন্তনী: কুরআনের বানী চিরন্তনী

শ্রেষ্ঠ কিছু কুরআনের বানী চিরন্তনী

বানী চিরন্তনী: কুরআনের বানী চিরন্তনী
বানী চিরন্তনী: কুরআনের বানী চিরন্তনী

শ্রেষ্ঠ "কুরআনের বাণী" চিরন্তনী

বানী চিরন্তনী: 

*তােমাদের ধন-দৌলত, সন্তানবর্গ যেন তােমাদিগকে আল্লাহতায়ালার স্মরণ হইতে
ভুলাইয়া না দেয়। যে ভুলিবে সে নিশ্চয় ক্ষতিগ্রস্ত হইবে। - আল কুরআন।

*নিশ্চয় আপনার প্রভু মানব জাতির জন্য তাহাদের পাপরাশি থাকা সত্ত্বেও ক্ষমার
অধিপতি। - আল কুরআন।

*হে বিশ্বাসীগণ, মদ্য, জুয়া খেলা, মূর্তি পূজা এবং পাশা খেলা এ সমস্তই পাপের
কাজ, মানবতাবিরােধী আচরণ। অতএব, তােমরা ঐ সকল কাজ থেকে দূরে
থাক। হয়তাে তােমরা সফলকাম হবে।
- আল কুরআন।

*তােমাদের পিতা ও ভ্রাতা যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসকে শ্রেয় জ্ঞান করে তবে
ওদের অভিভাবকরূপে গ্রহণ করাে না। -আল কুরআন।

*আত্মীয়-স্বজনকে তাঁহাদের হক হইতে বঞ্চিত করিও না এবং দীন-দুঃখী ও
মােসাফিরদিগকে দান-খয়রাত করিবে।
-আল কুরআন।

*আল্লাহতায়ালা আসমানসমূহকে এবং জমিনকে যথােপযােগীরূপে সৃষ্টি
করিয়াছেন, ঈমানদারদের জন্য তাহাতে শ্রেষ্ঠ নিদর্শন রহিয়াছে।
---সুরা আনকাবুত, ২০ পারা, ৪৪ আয়াত

*যারা প্রতারণা করে তাদের অভিশাপ । সবরকম নিন্দুক এবং কুৎসা ও গুজব
রটনাকারীর প্রতি ধিক্কার। - আল কুরআন।

*আত্মীয় প্রতিবেশী এবং অন্যান্য প্রতিবেশীর প্রতি সৎ হও। - আল কোরআন

*প্রতিশ্রুতি পালন কর, প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ৎ তলব করা হবে।
-আল কোরআন
-১৭ (৩৪)

*যদি তােমরা প্রতিশােধ গ্রহণ কর, তবে তােমাদের প্রতি যেরূপ অন্যায় হইয়াছে।
(কেবল) তদনুরূপ প্রতিশােধ গ্রহণ কর। কিন্তু যদি তােমরা ধৈর্য ধারণ কর, তাহা হইলে তুমাদের পক্ষে উহা আরও উত্তম। - আল কুরআন।

*যাহার এই অবস্থা যে, কাফিরদিগকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদিগকে
পরিত্যাগ করিয়া, তাহাদের নিকট কি সম্মানিত থাকিতে চায়? সম্মান তাে
সকলই আল্লাহর অধিকারে রহিয়াছে।
----সুরা নিসা, ৫ম পারা, ১৩৯ আয়াত

*আর যখন তােমরা মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। - আল কুরআন।

*তিনি যাহাকে ইচ্ছা তাকে বিজ্ঞান জ্ঞান দান করেন এবং যাকে বিজ্ঞানের জ্ঞান
দান করা হয়েছে, তার প্রভুর কল্যাণ সাধন করা হয়েছে। - আল কোরআন

*যারা এই পৃথিবীতে অন্ধ অর্থাৎ যারা সত্য-মিথ্যা, ধর্ম-অধর্ম, পাপ-পুণ্য, ন্যায়-
অন্যায় ইত্যাদি বিচার করতে পারে না বা করে না, তারা পরকালেও অন্ধ থাকবে। এবং তারাই হচ্ছে সবচেয়ে বিপথগামী। - আল কুরআন।

*যে বিপদে ধৈর্যাবলম্বন করে, আলাহ তাকে উত্তমরূপে পুরস্কার প্রদান করেন।
-আল কোরআন

*মুমিন মুসলমানদের দুই দলের মধ্য বিবাদ বাধলে উভয়ের মধ্যে মীমাংসা করিয়া
দাও।
---আল কুরআন।

*আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে ও নিজেদের মধ্যে বিবাদ করবে না,
করলে তােমরা সাহস হারাবে এবং তােমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হবে। - আল কুরআন।

আরু অন্যান্য: 

দিল্লি সালতানাতের পতন - ইসলামের ইতিহাস