সহজে খোলে নিন কয়েনবেস একাউন্ট | How to Create Coinbase Account in Bangla

কয়েনবেস একাউন্ট তৈরি | Coinbase Account Create (Bangla)

Coinbase account is required to receive Cryptocurrency Bitcoin, ETH, BTC, LTC etc.  So after earning money online, you have to open a Coinbase account to receive money.  Below is a video showing how to open a Coinbase account in Bangla.

Read more: Coinbase to Bkash 
সহজে খোলে নিন কয়েনবেস একাউন্ট | How to Create Coinbase Account in Bangla

Coinbase Account কিভাবে খুলবো? 

কয়েনবেস একাউন্ট তৈরি করতে বেশি কিছু প্রয়োজন হয়না। শুধু একটা জিমেইল আইডি থাকলে খুব সহজেই Coinbase account খোলে নিতে পারবেন। মনে রাখবেন কয়েনবেস একাউন্টে বাংলাদেশ থেকে শুধুমাত্র পেমেন্ট গ্রহণ এবং পাঠানো যায়। পরে Send/ Receive এর মাধ্যমে এক্সচেঞ্জ করা যায়। তবে সরাসরি Buy/Sell Options টি বাংলাদেশে কাজ করবে না। 



Coinbase account খুলা শিখতে নিচের ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিন:

ভিডিও টিউটোরিয়াল:
How create a Coinbase account in Bangladesh:


মনে রাখুন,
বাংলাদেশে এখনো Bitcoin অর্থাৎ Cryptocurrency বা এই অনলাইন সর্ণ মুদ্রাকে বৈধতা দেয়নি। বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে এই সিস্টেম চালু হলেও বাংলাদেশ ভিবিন্ন অজুহাতে এখনো পিছিয়ে আছে বলতেই হবে।

বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং ব্লগাররা দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু পেমেন্ট নেওয়ার সিস্টেম তেমন না থাকার কারনে ভুগতে হয়। তাই বাংলাদেশ সরকার এবং দেশ প্রতিনিধিদের প্রতি আবেদন, যেন বাংলাদেশে Cryptocurrency কে বৈধতা নিশ্চিত করেন। 

এবং এদেশের ফিল্যান্সারদের পথ আরও সহজ করে দেন।